নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আজ ৯ আগস্ট, বিশ্ব আদিবাসী দিবস৷ আর এই বিশ্ব আদিবাসী দিবস উদযাপন হল ফালাকাটাতে। আলিপুরদুয়ার জেলার ফালাকাটাতে মহাসমারোহে পালিত হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস। মঙ্গলবার দুপুরে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ফালাকাটায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ফালাকাটা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওই শোভাযাত্রাটি। শেষে ফালাকাটা কমিউনিটি হলে বিশ্ব আদিবাসী দিবসের গুরুত্ব ও বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হচ্ছে। এছাড়াও আদিবাসী গান, নৃত্যে পরিবেশিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটা থানার আইসি সমিত তালুকদার, বিশিষ্ট সমাজসেবী সুভাষ রায় প্রমুখ।
আজ বিশ্ব আদিবাসী দিবস উদযাপন হল ফালাকাটাতে।

Leave a Reply