কালিয়াগঞ্জ, নিজস্ব সংবাদদাতাঃ- বিপদজনক অবস্থায় বিষাক্ত গোখরো সাপকে উদ্ধার করে তার জীবন ও বাচালো গ্রীন জলপাইগুড়ি নামে সেচ্ছাসেবী সংগঠন।এইদিন শৌচাগারের পেনের ভিতর আটকে পড়েছিল সেই সাপটি।দোকান দার সেই সাপটিকে বাচানোর জন্য ফিলাইন সহ অন্যান্য বিষাক্ত ঔষধ দেবা হয়েছিল।যা সাপটির পক্ষে অত্যন্ত ক্ষতি কারক।এই সংগঠনের সদরা এসে সেই সোচাগারের পেন থেকে সাপটিকে উদ্ধার করে এবং সুস্থ করে তার উপযুক্ত জায়গায় ছেড়ে দেয়।
বিষাক্ত কীটনাশক গায়ে ফেলা সাপের জীবন বাঁচালো সেচ্ছাসেবী সংগঠন।

Leave a Reply