নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আজ আয়োজিত হল রাখি বন্ধন উৎসব। একইসঙ্গে আয়োজিত হয় সংস্কৃতি দিবস উদযাপন। রানাঘাটের মহকুমা শাসকের সেমিনার হলে এদিন রাখি বন্ধন উৎসব আয়োজিত হয়। অনুষ্ঠানের শুরুতেই গুরুদেব রবীন্দ্র নাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্য দানের মধ্য দিয়ে এই দুই মনীষীকে শ্রদ্ধা জানানো হয়। এদিনের অনুষ্ঠানে রাখি বন্ধনের তাৎপর্য বিষয়ে আলোচনা করেন উপস্থিত বিশিষ্টজনেরা।পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে হওয়া
এদিনের রাখি বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন রানাঘাটের মহকুমা শাসক হারিস রশিদ সহ রানাঘাট মহকুমার আধিকারিক বৃন্দ। অনুষ্ঠানে পরিবেশিত হয় সংগীত।
পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আজ আয়োজিত হল রাখি বন্ধন উৎসব।

Leave a Reply