নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- -স্বাধীনতার ৭৫ বছর অমৃত মহোৎসব উদযাপন ১৫৯ নম্বর ব্যাটেলিয়ানে এর বিএসএফ জওয়ানেরা এদিন দাল্লা চন্দ্র মোহন বিদ্যামন্দিরে সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে অমৃত মহোউৎসব পালন করলেন।আরাগাছি ক্যাম্পের বিএসএফ জওয়ানরা ছাত্র ছাত্রীদের নিয়ে হাতে ভারতী জাতীয় পতাক নিয়ে দাল্লার বিভিন্ন এলাকা পরিক্রমা করে।দেশ ভক্তি নিয়ে বিভিন্ন আলোচনা করা হয় ছাত্র ছাত্রীদের মধ্যে
এদিন কোম্পানী কমান্ডার আকাশ দীপ বলেন, সারা দেশের সাথে দাল্লা এলাকায় সপ্তাহ জুড়ে অমৃত মহোৎসব পালিত হছে। বিএসএফের তরফের বিভিন্ন কর্মসূচি করা হচ্ছে, যেমন বৃক্ষরোপণ সাইকেল র্যালি ও সাফাই অভিযান সহ বিভিন্ন কর্মসূচি।
স্কুলের প্রধান শিক্ষক জওয়ান দের এধরনের প্রচেষ্টা কে ধন্যবাদ জানিছেন।
Leave a Reply