মুচিয়া অঞ্চলের মহোনবাগান মশাল দৌড় ও প্রভাত ফেরী মধ্যেদিয়ে ১৫ই আগস্ট ৭৫ তম স্বাধীনতা দিবস পালিত হলো।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- মুচিয়া অঞ্চলের মহোনবাগান মশাল দৌড় ও প্রভাত ফেরী মধ্যেদিয়ে ১৫ই আগস্ট ৭৫ তম স্বাধীনতা দিবস পালিত হলো।এদিন মুচিয়া অঞ্চলের নেমুয়া পেট্রলপাম থেকে মোহনবাগান মাঠ পর্যন্ত মশাল দৌড় সহ প্রভাত ফেরী করে মোহনবাগান মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে নকআউট ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।৩০ বছর ধরে মোহনবাগান বিদ্যুৎ সংঘ উদ্যেগে প্রতিবছর, নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে আয়োজন হয়ে আসছে এবছরও ১৫ ই আগস্ট দিন খেলার আয়োজন করা হয় । প্রতি বছরের মতো নিমুয়া থেকে মোহনবাগান মাঠ পর্যন্ত ম্যারাথন দৌড়ের মধ্যে দিয়ে নানা অনুষ্ঠানের মাধ্যমে নকাউট ফুটবল টুনামেন্ট১৩,১৪,১৫ তারিখ এই তিনদিন ধরে খেলা হয় মোহনবাগান বিদ্যুৎ সংঘের তরফে আজ তার ফাইনাল টুনামেন্ট।রানার ও চ্যাম্পিয়নের হাতে খেলা শেষে পুরস্কার তুলে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *