বর্ধমান ২ ব্লক যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে খেলা হবে দিবস পালন।

0
373

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ২০২১ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সব থেকে জনপ্রিয় স্লোগান ছিল খেলা হবে। বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন প্রতিবছর 16 ই আগস্ট করা হবে খেলা হবে দিবস। সেই মর্মে রাজ্যের প্রতিটি ব্লকে, পৌরসভায় শুরু হয় খেলা হবে দিবস। মূলত বাংলার খেলোয়াড়দের খেলার মান উন্নত করতে এই কর্মসূচি। সেই মর্মে আজ বর্ধমান দু’নম্বর ব্লক যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে শক্তিগড় যুবগোষ্ঠী মাঠে খেলা হবে দিবস পালিত হল। অনুষ্ঠানের শুরুতেই সুন্দর একটি র‍্যালি করা হয়।আজকের এই খেলা হবে দিবসের বিশেষ আকর্ষণ ছিল মহিলা ফুটবল প্রতিযোগিতা। এছাড়াও আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে পাঁচটি ক্লাবের হাতে ফুটবল তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠান উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান দু’নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবর্ণা মজুমদার, জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অরুণ গোলদার,ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তথা উপপ্রধান জয়দেব ব্যানার্জি, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।