২৮ ও ২৯ মার্চ বনধের সমর্থনে আইন অমান্য আন্দোলনকে ঘিরে পুলিশ বাম ধস্তাধস্তি, লাঠিচার্জের অভিযোগ বামেদের।

0
183

আবদুল হাই, বাঁকুড়া:- বামেদের আইন অমান্য কর্মসূচীকে ঘিরে তুলকালাম বাঁকুড়ার জেলা শাসকের দফতর চত্বর। আজ বাম কৃষক ও শ্রমিক সংগঠনগুলির কর্মী সমর্থকরা পুলিশের ব্যারিকেড ভেঙে জোর করে বাঁকুড়া জেলা শাসকের দফতরে ঢোকার চেষ্টা করলে পুলিশের সাথে শুরু হয় প্রবল ধস্তাধস্তি। বামেদের দাবি আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ।

আয়কর দেয়না এমন ব্যাক্তিদের মাসে সাড়ে সাত হাজার টাকা ভাতা, অরণ্যের পাট্টা প্রদান ও রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি বন্ধের প্রতিবাদে আগামী ২৮ ও ২৯ মার্চ সারা ভারত বন্ধের ডাক দিয়েছে কেন্দ্রীয় একাধিক ট্রেড ইউনিয়ন ও কৃষক সংগঠন। সেই বনধের সমর্থনে আজ বাঁকুড়ার হিন্দু হাইস্কুল মাঠ থেকে মিছিল করে বাঁকুড়া জেলা শাসকের দফতরে যায় বাম কৃষক ও শ্রমিক সংগঠনগুলি। সেখানে পুলিশ ব্যারিকেড তৈরী করে আন্দোলনকারীদের আটকানোর চেষ্টা করে। আন্দোলনকারীরা জোর করে পুলিশের ব্যারিকেড ভেঙে জেলা শাসকের দফতরের ভেতরে ঢোকার চেষ্টা করলে ব্যাপক উত্তেজনা ও ধস্তাধস্তি শুরু হয়। আন্দোলনকারীদের দাবি পুলিশ আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করেছে। ঘটনায় কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলেও দাবি করেছে বামেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here