দাউদপুর মাদ্রাসা স্কুল নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ২ শিবিরের মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– বুধবার পূর্ব মেদিনীপুর জেলার দাউদপুর গুমগড় হাই মাদ্রাসা স্কুল নির্বাচনের ৬ আসনের জন্য মনোনয়নপত্র জমা দেয় তৃণমূল কংগ্রেসের দুই শিবিরে এবং সিপিআইএমের পক্ষ থেকে। তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রাম এক নম্বর ব্লক সভাপতি স্বদেশ রঞ্জন দাসের নেতৃত্বে ছয় জনের মনোনয়নপত্র জমা দেওয়া হয় অপর দিকে দাউদপুর অঞ্চল প্রধান শেখ শামসুল ইসলাম ও তমলুক সাংগঠনিক জেলার নবনির্বাচিত চেয়ারম্যান পীযুষ্কান্তি ভূঁইয়ার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ৬ আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া হয়। অপর দিকে বামফ্রন্টের পক্ষ থেকে জেলা কমিটির সদস্য পরিতোষ পট্টনায়ক এর নেতৃত্বে বাম মনোনীত ৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের ২ শিবিরে মনোনয়নপত্র জমা দেওয়া কে কেন্দ্র করে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকম্দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *