এক দিবসীয় ৪ দলীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কোচবিহারের পানিশালায়।

0
342

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- এক দিবসীয় ৪ দলীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কোচবিহারের পানিশালায়। বাম-যুব-সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ধলুয়াবাড়ী আঞ্চলিক কমিটির উদ্যোগে এবং পানিশালা ইউনিট কমিটির পরিচালন ধায়েরহাট কিশোর সংঘের ফুটবল খেলার মাঠে ওই ৪ দলীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই দিনের ওই খেলা শুরুর আগে গণতান্ত্রিক যুব ফেডারেশনের পতাকা উত্তোলনের মাধ্যমে খেলা শুরু করা হয়।
এদিন সেখানে সংগঠনের পতাকা উত্তোলন করেন ডিওয়াইএফআই ধলুয়াবাড়ি আঞ্চলিক কমিটির সভাপতি তনময় সরকার, তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই কোচবিহার জেলা কমিটির সভাপতি শম্ভু চৌধুরী, আকিক হাসান সহ অন্যান্য নেতৃত্বরা।
জানা গেছে,আগামী ২৮ আগস্ট পশ্চিমবঙ্গ রাজ্য যুবতী কনভেনশন ও ২৯ তারিখ যুবতী সমাবেশকে সামনে রেখে ডিওয়াইএফআই ৪ দলীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলায় সংস্কৃতি ও কৃষ্টি নেই। সেই কৃষ্টিকে ফিরে আনতে এবং খেলা প্রেমীদের উৎসাহী করতে এই ৪ দলীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ডিওয়াইএফআই কোচবিহার জেলা কমিটির সভাপতি শম্ভু চৌধুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here