ঝাড়গ্রাম, নিজস্ব সংবাদদাতা: ২০২০ সালের নতুন শিক্ষানীতির বাতিলের দাবিকে সামনে রেখে সোমবার ঝাড়গ্রাম শহরে এসএফআই এর এক বিশাল জাঠা এসে পৌঁছায় । পশ্চিম মেদিনীপুর হয়ে ঝাড়গ্রাম শহরে পৌছায় এসএফআইয়ের এই সর্বভারতীয় জাঠা । ঝাড়গ্রাম শহরে এসএফআইয়ের ঝাড়গ্রাম জেলা সংগঠনের উদ্যোগে এক বিশাল মিছিল আয়োজিত হয় । মিছিলের শেষে শহরের সুভাষ পার্ক চত্বরে পথসভা করে এসএফআই । এদিনের পথসভায় এসএফআইয়ের জেলা নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভাপতি ঐশী ঘোষ । এদিন ঐশী বলেন , ” সর্বভারতীয় জাঠার মূল দাবি হলো ২০২০ সালে যে সর্বভারতীয় শিক্ষা নীতি আনা হয়েছে সেই শিক্ষানীতি বাতিল এবং নতুন শিক্ষানীতি গড়ে তোলার আহ্বান আমরা করছি । ২০২০ সাল থেকে করোনা মহামারীর জন্য যে সকল ছাত্র-ছাত্রীরা স্কুলছুট হয়েছে তাদের পুনরায় স্কুল-মুখী করার দাবি রাখছি আমরা । শিক্ষা ক্ষেত্রে কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকারের যে দুর্নীতি রয়েছে সেই দুর্নীতির প্রতিবাদে আগামী ২ তারিখ কলকাতার কলেজস্ট্রীটে যে মহা মিছিল রয়েছে সেখানে সকলে একজোট হয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে দাবি রাখা দুর্নীতি মুক্ত স্বচ্ছ এবং পরিষ্কার শিক্ষা নীতি চায় “।
ঝাড়গ্রাম শহরে এসএফআই এর জাঠার উপস্থিতিতে হল পদযাত্রা।

Leave a Reply