ছাত্র-ছাত্রীদের পাঠ্য পুস্তক প্রদান।

0
214

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – সুন্দরবনের বাসন্তী ব্লকের “জ্যোতিষপুর হাইস্কুল প্রাক্তনী সমিতি’র” উদ্যোগে সোনারপুরের স্বেচ্ছাসেবী সংগঠন “স্বাগতা ফাউন্ডেশন” – এর সহায়তায় বাসন্তীর রানীগড় জ্যোতিষপুর হাইস্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পাঠ্যপুস্তক প্রদান করা হয়।এদিন ১৬ জন ছাত্রছাত্রীর হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। স্কুলের প্রধান শিক্ষক দেবব্রত মন্ডল বলেন, প্রত্যন্ত এই এলাকার অধিকাংশ ছাত্রছাত্রী অত্যন্ত মেধাবী। অথচ তাদের পারিবারীক আর্থিক অবস্থা অত্যন্ত করুণ। স্কুলেরই প্রাক্তন শিক্ষক তথা প্রাবন্ধিক প্রভুদান হালদারের উদ্যোগে সোমবার একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ভারত ও বিশ্বের ইতিহাস, শিক্ষা বিজ্ঞান, দর্শন পরিচয় ও রাষ্ট্রবিজ্ঞানের রূপরেখা,সহ অন্যান্য পাঠ্যপুস্তকগুলি বিতরণ করা হয়।অন্যদিকে পাঠ্য পুস্তক প্রদানের পাশাপাশি জ্যোতিষপুর হাইস্কুলের প্রাক্তনী সমিতির পক্ষ থেকে প্রভুদান বাবু পাঠ্যপুস্তক প্রাপ্ত প্রত্যেক ছাত্রছাত্রীকে বেশ কিছু অর্থও দান করেন।
প্রভুদান হালদার বলেন, সোনারপুরের স্বেচ্ছাসেবী সংগঠন “স্বাগতা ফাউন্ডেশন” আমার মাধ্যমে
দুঃস্থ ছাত্র-ছাত্রীদের জন্য গত কয়েক বছর ধরে পাঠ্যপুস্তক সরবরাহ করে আসছি প্রত্যন্ত এই এলাকায়। বিশেষ করে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্যপুস্তকের চাহিদা সর্বাধিক। কারণ সরকার থেকে এই সমস্ত বই সরবরাহ করা হয় না। পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here