সিপিআইএমের সভার পাল্টা সভা করলেন বিধায়িকার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস।

0
149

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : সিপিআইএমের সভার পাল্টা সভা করলেন বিধায়িকার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস। গত রবিবার একুশে আগস্ট সাঁকরাইল ব্লকের সারেঙ্গা অঞ্চল স্থিত সারেঙ্গা পোলে সিপিআইএম শ্রমিক নেতা সমীর মালিক এবং তার সঙ্গীদের নিয়ে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মানিকপুর ডেল্টা জুট মিলের খোলার দাবিতে পথসভা করছিলেন। সেই সভা থেকে সিপিআইএমের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের নেতাও নেতৃত্বে চোর আখ্যা দেওয়া হয়। তারই প্রতিবাদে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং স্থানীয় বিধায়িকা সভা মঞ্চে গিয়ে কেন তৃণমূলের নেত্রীকে চোর বলা হচ্ছে এই জিজ্ঞাসা করায় বাদে গন্ডগোল। শ্রমিক নেতা সমীর মালিকসহ আরো চারজন কর্মী উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় সিপিআইএম পার্টি পক্ষ থেকে। সিপিআইএমের পার্টির পক্ষ থেকে দাবি করা হয় তৃণমূলের বিধায়িকার উপস্থিতিতে তাদের শ্রমিক নেতাকে মারধর করে তৃণমূলের লোকজনেরা। অপরদিকে তৃণমূলে বিদায়কা দাবি করেন তাদের এক মহিলা সদস্য সহ বেশ কয়েকজন কর্মীকে সিপিএমের লোকেরা মারধর করে এবং তার গাড়িতে আঘাত করেন সিপিএমের লোকজনেরা। এই পরিস্থিতিতে সিপিআইএমের কর্মীরা রবিবার বৈকাল বেলায় শ্রমিক নেতা সমীর মালিক কে আক্রমণ করার প্রতিবাদে সভা করেন সাঁকরাইল চাঁপাতলায়। তারি পাল্টা প্রতিবাদ সভা করলেন সোমবার বিকেল বেলা তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা বিধায়িকা প্রিয়া পালের নেতৃত্বে। সভায় উপস্থিত ছিলেন হাওড়া জেলার পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ন্ত ঘোষ, আইএনটিটিইউসির হাওড়া জেলার সভাপতি অরুপেশ ভট্টাচার্য, তপন পাল, নাসিমা কাজী, মান্নান মোল্লা, প্রদ্যুৎ পাল সহ সাভার ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের প্রধান কর্মাধ্যক্ষ এবং বিভিন্ন নেতৃত্ববৃন্দ। সভা মঞ্চ থেকে বিভিন্ন নেতৃত্ব সিপিআইএমের কর্মীবৃন্দদের সতর্ক করে বলেন ভবিষ্যতে তৃণমূল জননেত্রীর বিরুদ্ধে কুৎসা রটানো হলে তার উপযুক্ত জবাব মিলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here