শহরের রকমারি খাবারের গুণগত মান এবং সুরক্ষার ওপর শুরু হলো বিশেষ সচেতনতা অভিযান।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- সামনেই উৎসবের মরসুম, শহরে রকমারি খাবারের গুণগত মান এবং সুরক্ষার ওপর শুরু হলো বিশেষ সচেতনতা অভিযান।

বুধবার সন্ধ্যায় খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকের নেতৃত্বে জলপাইগুড়ি শহরের কদমতলা মোড় সহ বিভিন্ন স্থানে অবস্থিত খাবারের দোকান গুলোতে এই সচেতনতা অভিযান করা হয়, এই অভিযানের মূল লক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন খাবার তৈরী এবং বিক্রি, যার ফলে আসন্ন উৎসবের মরসুমে জলপাইগুড়ি শহরবাসী পরিছন্ন এবং স্বাস্থ্য সম্মত বিভিন্ন স্বাদের খাবারের আনন্দ উপভোগ করতে পারেন, এমনটাই জানিয়েছেন পরিষ্কার পরিচ্ছন্ন খাদ্য তৈরী এবং বিক্রি নিয়ে করা সচেতনতা মূলক এই অভিযানের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *