নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের খতিয়ান তুলে ধরে প্রশাসনিক বৈঠক হলো মালদা কালেক্টরেট ভবনের কনফারেন্স রুমে। শুক্রবার দুপুরে এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত হয়েছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী, সদর মহকুমা শাসক সুরেশ চন্দ্র রানো সহ মালদা জেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মাধ্যক্ষেরা। এই বৈঠকের মাধ্যমে ১০০ দিনের কাজ প্রকল্প, কন্যাশ্রী, রূপশ্রী , যুবশ্রী সহ একাধিক প্রকল্পগুলি নিয়ে আলোচনা করা হয়। জেলার ১৫টি ব্লকের কোথায় কি ধরনের এইসব সরকারি প্রকল্পের কাজ হচ্ছে তারও বিস্তারিত তথ্য জানতে চান জেলাশাসক। বৈঠকের মধ্যেই বেশ কিছু সমস্যা নিয়েও উপস্থিত প্রশাসনিক কর্তা থেকে জনপ্রতিনিধিদের সঙ্গে মতামত বিনিময় করা হয়।
রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের খতিয়ান তুলে ধরে প্রশাসনিক বৈঠক হলো মালদা কালেক্টরেট ভবনের কনফারেন্স রুমে।

Leave a Reply