আবদুল হাই, বাঁকুড়াঃ প্রায় হাঁটু সমান জলের উপর দাঁড়িয়ে পানীয় জল সংগ্রহ করেন তালডাংরার পাঁচমুড়া কলেজ মোড় সংলগ্ন পড়াশোল আদিবাসী পাড়ার মানুষ। পাঁচমুড়া বাজার বেরিয়ে সাবড়াকোনের দিকে যাওয়ার পথেই রাস্তার বাম পাশে মাত্র কয়েকটি আদিবাসী পরিবারের বাস।
তারা বলেন, রাস্তার পাশের এই সাবমার্শিবেল থেকেই জল সংগ্রহ করি। অল্প বৃষ্টিতেই এলাকা জুড়ে জল থৈ থৈ অবস্থা হয়ে যায়। আর তার মধ্যে প্রায় হাঁটু সমান জলে দাঁড়িয়ে পানী জল সংগ্রহ করেন বলে জানিয়েছেন।
Leave a Reply