অবাধে কেটে ফেলা হচ্ছে গাছ , পরিদর্শন করলেন কোলাঘাট ব্লক কংগ্রেসের সভাপতি।

0
223

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  একদিকে যখন পৃথিবীর ভারসাম্যতা রক্ষার্থে এবং সবুজায়েন কে ধরে রাখতে একাধিক কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করছে প্রশাসনের পক্ষ থেকে, সেখানে অবাধে কেটে ফেলা হচ্ছে গাছ, এমনই এক ঘটনা ঘটলো পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের টোপাখাল এলাকায়,এলাকার লোকজনের অভিযোগ পেয়ে শনিবার কোলাঘাট ব্লক কংগ্রেস সভাপতি সমীর হোসেন মহাশয় কোলাঘাট ব্লকে অন্তর্গত বৃন্দাবন অঞ্চলের টোপা খালের মেঠো রাস্তা পরিদর্শন করলেন স্থানীয় লোকজনের সঙ্গে কথা বললেন, এদিন তিনি জানান বড়দাবার হইতে খন্যাডিহি ব্রীজ পর্যন্ত টোপা খালের বাঁধ বরাবর প্রায় চার কিলোমিটার জুড়ে যে হাজার হাজার গাছ রয়েছে, সেইগুলো কেটে ফেলা হচ্ছে, একপ্রকার বৃক্ষ ধ্বংস চলছে, এলাকায় আতস্কে সৃষ্টি হয়েছে, এলাকার লোকজন অভিযোগ এরফলে টোপা খালের বাঁধ ধসে পড়বে, ভরা কটাল, বর্ষা মৌসুমে বন্যা কবলে পড়বে,
সমীর হোসেন মহাশয় পরিদর্শন করলেন তিনি বললেন যেখানে সরকার বৃক্ষ রোপন করতে কোটি কোটি টাকা খরচ করছে, সেখান কিভাবে এই হাজার হাজার গাছ কাটা হচ্ছে তার তদন্ত ও প্রকৃত তথ্য জনসমক্ষে প্রকাশ করা হোক, দোষীদের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করা হোক,এই ভাবে গাছ কাটা হলে আগামী দিনে অবৈধভাবে চোরা কারবারি রমরমা ব্যবসা বাড়বে, এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, গ্লোবাল ওয়ার্মিং প্রভাব বাড়বে, ভুমি ক্ষয় হবে এলাকার লোকজন বন্যা কবলে পড়বে। একটি গাছ একটি প্রান, বৃক্ষছেদন নয় বৃক্ষরোপণ করতে হবে, স্থানীয় প্রশাসন অবলম্বনে উপযুক্ত তদন্ত করে প্রকৃত তথ্য জনসমক্ষে প্রকাশ ও দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ ব্যবস্থা করা না হলে কোলাঘাট ব্লক কংগ্রেস আগামী দিনে পরিবেশ বাঁচাও, বৃক্ষ ধ্বংসের প্রতিবাদে পথে নামবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here