বর্ষাকালে মুকুটমণিপুরের সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকরা।

0
936

আবদুল হাই, বাঁকুড়াঃ জেলার পর্যটন কেন্দ্রে মুকুটমনিপুর নাম রয়েছে পশ্চিমবঙ্গ তো বটেই পশ্চিমবঙ্গের বাইরেও ভারতবর্ষে জুড়ে নাম ছড়িয়ে রয়েছে। সাধারণত শীতের সময় এই মুকুটমণিপুর পর্যটন কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় ঢলে পড়ে কিন্তু কেউ কখনো কি বর্ষার মুকুটমনিপুরের সৌন্দর্য উপভোগ করেছেন কি তা জানতেই বা দর্শকদের জানাতে আমরা রয়েল বেঙ্গল T V এর পক্ষ থেকে সেই ছবি তুলে ধরছি। জল জঙ্গল পাহাড় নিয়ে ঘেরা এই মুকুটমণিপুর আর এই বর্ষার সময় মুকুটমনিপুরের যে জলাধার রয়েছে কংসাবতী জলধর তা চারিদিকে জল থৈথৈ আর মুকুটমণি পড়ে অতিরিক্ত কংসাবতীতে যখন জল জমে যায় তখন জল ছেড়ে দেওয়া হয়। সেই জল ছাড়া দৃশ্য যদি চোখে দেখতে পাওয়া যায় তো মনে হবে বাইরে কোথাও পাহাড় থেকে ঝরনা ঝরে পড়ছে। আমরা সাধারণত উত্তর প্রদেশ এই ধরনের ঝর্ণা বা তামিলনাডু চেন্নাই অনেক ঝরনার নাম শুনেছি। কিন্তু বর্ষাকালে যদি আসা যায় তাহলে মুকুটমণিপুরে জল ছাড়া যে জলপ্রপাত দেখা যাবে এবং উপভোগ করা যাবে। তা চোখে না দেখলে বোঝা যাবে না। এই বর্ষার সময় যারা মুকুটমণিপুর বেড়াতে এসেছেন সেই সকল পর্যটকরা আমাদের জানিয়েছেন যদি এই বর্ষার সময় মুকুটমণিপুর না আসা যায় তাহলে যারা পর্যটন ভ্রমণ করেন সেই পর্যটকরা অনেকটাই মিস করবে চারিদিকে সবুজায়ন কংসাবতী নদীর পাড়ে সারি সারি নৌকা বিহার দাঁড়িয়ে রয়েছে তবে যে নৌকা বিয়ার হচ্ছে না তা নয়, নৌকোবিহার করলেও আপনি তা করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here