মাটির তৈরি পয়সা জমানোর ভাঁড় রানাঘাট থেকে যাচ্ছে কলকাতায়।

0
908

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মাটির তৈরি পয়সা জমানোর ভাঁড় রানাঘাট থেকে যাচ্ছে কলকাতায়।বেশি লাভের আশায় চিট ফান্ডে টাকা রেখে যখন লক্ষ লক্ষ মানুষ প্রতারিত তখন মাটির ভাঁড়ে টাকা রাখাই শ্রেয় বলে মনে করছেন গ্রামীণ রানাঘাটের মানুষরা। মাটির পয়সা জমানোর ভাঁড়ে টাকা রাখলে হয়তো ইন্টারেস্ট বাড়ে না কিন্তু তছরুপ হওয়ারও সম্ভাবনা থাকে না।এখনও গ্রাম বাংলায় রমরমিয়ে চলছে মাটির পয়সা জমানোর ভাঁড় তৈরির কাজ।পুজোর পর আর বৈশাখ মাসে মাটির তৈরি এই ভাঁড়ের চাহিদা তুঙ্গে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here