নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-নদী ভাঙ্গনে তলিয়ে গেল দশ মাস বয়সী পুত্র সন্তান।ভাঙ্গনের ধস পড়তেই ছোট্ট শিশু সহ পাঁচ জন নদীতে পড়ে যাই। স্থানীয়দের তৎপরতায় বাকিদের উদ্ধার করা সক্ষম হলেও শিশু সন্তান নদীতে নিখোঁজ হয়ে যায়।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদার রতুয়া থানার অন্তর্গত খাসমহল এলাকায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও কোন হদিস মেলেনি শিশু সন্তানের। ঘটনার পর থেকে নদী তীরবর্তী এলাকা জুড়ে শোকের আবহ।
জানাগেছে,নাসিম আক্তার নামে ব্যক্তির কোলে ছিল তার ১০ মাস বয়সী ছোট্ট পুত্র সন্তান। ভাঙ্গনের ঘটনাই শ্বশুরবাড়ির তলিয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে রতুয়ার ভাদো এলাকার বাসিন্দা নাসিম আক্তার সন্তানকে নিয়েই সহপরিবারে খাস মহল এলাকায় শ্বশুরবাড়িতে এসেছিলেন।নদী পাড়ে দাঁড়িয়ে ভাঙ্গন দেখছিলেন।সেই মুহূর্তে নদীতে বড় ধ্বস নামলে নদীতে পড়ে যায় শিশু সন্তান সহ পাঁচজন।ঘটনায় স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে উদ্ধার কাজে হাত লাগাই । তবে বাকিদের উদ্ধার করা সক্ষম হলেও শিশু সন্তানের কোনো হদিস না মেলায় শোকস্তব্ধ পরিবারের সদস্যরা। নদী ভাঙ্গনের তীব্রতায় ছোট্ট সন্তানকে গিলে খেলো কশী নদী বলে জানাচ্ছেন এলাকাবাসী। এমতাবস্থায় বাড়িঘর সর্বত্রই নদী গর্বের তলিয়ে যাওয়ার আশঙ্কায় প্রহর গুনছেন নদীর তীরবর্তী বাসিন্দারা। প্রশাসন সহ জন প্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষুব্ধ রয়েছেন নদী তীরবর্তী ভাঙ্গনের দিশেহারা বাসিন্দারা।
Leave a Reply