নিজের একমাত্র পৈতৃক সম্পত্তি বাবার রেখে যাওয়া দীর্ঘদিনের দোকান ফিরিয়ে দেওয়ার দাবিতে জলপাইগুড়ি‌তে এসে অবস্থান আন্দোলন শুরু করলেন ধূপগুড়ি‌র এক ব‍্যবসা‌য়ী।

0
186

জলপাইগুড়ি‌, নিজস্ব সংবাদদাতাঃ- মঙ্গলবার জলপাইগুড়ি জেলা পরিষদ দপ্তরের সামনে স্ত্রী ও সন্তান‌কে নিয়ে অবস্থান আন্দোলন শুরু করেন তিনি। বিশ্বজিৎ মহম্মদ নামে ওই ব‍্যবসায়ীর অভিযোগ, ধূপগুড়ি সুরেশ দে স্মৃতি মার্কেটে দীর্ঘদিনের পুরোনো একটি দোকান ছিল তাদের। সেই দোকান ভেঙে দিয়ে জেলা পরিষদ কর্তৃপক্ষ সেখানে নতুন ভবন তৈরি করেছে। যদিও পরবর্তীতে তাঁর জায়গায় অন্য একজনকে দোকান ঘর দেওয়া হয়েছে বলে অভিযোগ। তাঁকে ভেতরের দিকে একটি ছোট ঘর দেওয়া হচ্ছে। এর‌ই প্রতিবাদে নিজের স্ত্রী ও সন্তান‌কে নিয়ে অবস্থান আন্দোলন শুরু করেছে‌ন বিশ্বজিৎ মহম্মদ। অভিযোগ, ঘর বন্ঠন নিয়ে দুর্নীতি করা হচ্ছে। তাঁর দাবি নিজের পুরোনো জায়গায় তাঁকে দোকান‌ঘর দেওয়া হোক। নিজের জায়গায় দোকান ঘর না দেওয়া হলে লাগাতার অবস্থান আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here