বেদরাবাদ গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র সহ মালদা জেলার মোট ১৩ টি স্বাস্থ্যকেন্দ্রে ধর্মঘট ডাকলো চুক্তিভিত্তিক সাফাইকর্মীরা ।

নিজস্ব সংবাদদাতা, মালদা::–তিন মাসের বকেয়া বেতন না পাওয়ায় বেদরাবাদ গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র সহ মালদা জেলার মোট ১৩ টি স্বাস্থ্যকেন্দ্রে ধর্মঘট ডাকলো চুক্তিভিত্তিক সাফাইকর্মীরা । আজ সকাল থেকেই তারা মালদা জেলার ১৩টি স্বাস্থ্যকেন্দ্রে সাফায়ের কাজ বন্ধ করে দেয় । যার ফলে বেলা বাড়তেই স্বাস্থ্যকেন্দ্রের পরিষ্কার পরিচ্ছন্নতার অবস্থা বেহাল হয়ে পড়ে । আশেপাশে ময়লার স্তূপ জমতে শুরু করে হাসপাতাল চত্বরে ।
চুক্তি ভিত্তিক সাফাইকর্মীদের অভিযোগ, তারা কেয়ার‌ওয়েল অ্যালাইএড সার্ভিস কোম্পানির তত্ত্বাবধানে মালদা জেলার বিভিন্ন গ্রামীণ হাসপাতালে কাজ করে এবং সঠিকভাবে কাজ করা সত্ত্বেও মে,জুন ও জুলাই মাসের বেতন তাদের প্রদান করেনি এই সংস্থা । যদিও সি এম ও এইচ অফিস সঠিক সময়েই ওই সংস্থাকে তাদের বিল মিটিয়ে দিয়েছে ।
সাফাইকর্মীদের আরও অভিযোগ, তারা বারবার এ নিয়ে ওই কেয়ার‌ওয়েল অ্যালাইএড সার্ভিস কোম্পানির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু ওই সংস্থা তাদের পাত্তাই দেয়নি ।
এরপরেই নর্থবেঙ্গল বাসফোর ও হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তরফে মালদা জেলার ডিএম,সিএমওএইচ সহ বিএমওএইচ কে লিখিত অভিযোগ জানাই চুক্তিভিত্তিক সাফাইকর্মীরা ।
কিন্তু তারপরও বেতন সংক্রান্ত সমস্যার সুরাহা না হওয়ায় আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে সাফাইকর্মীরা ।
কালিয়াচক তিন নম্বর ব্লকের বিএম‌ওএইচ দেবাঙ্কুর বর্মন জানান, আমরা সাফাইকর্মীদের বকেয়া বেতন সংক্রান্ত অভিযোগ পেয়েছি । তাছাড়াও এই বকেয়া বেতনের যথেষ্ট সত্যতা রয়েছে কারণ ওই কেয়ার‌ওয়েল অ্যালাইএড সার্ভিস সংস্থাটি সাফাইকর্মীদের বেতন প্রদান করেনি । আমরা বিষয়টি সিএমওএইচ ম্যাডামকে ইতিমধ্যেই জানিয়েছি, তিনি খতিয়ে দেখবেন ঠিক কি কারণে সাফাইকর্মীদের বেতন ওই সংস্থাটি দিচ্ছেনা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *