নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ আজ বামপন্থী গণসংগঠন গুলোর যৌথ মঞ্চের উদ্যোগে ১৬ দফা দাবি দাওয়া নিয়ে বাঁকুড়া জেলার ইন্দাস যুগ্ম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসে ডেপুটেশন দিতে যান গণ সংগঠন এর কর্মীরা।অফিসে না থাকায় অতিরিক্ত ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে স্মারকলিপি প্রদান করে। এদিন গণ সংগঠন এর কর্মীরা সি পি আই এম এর দলীয় কার্যালয় থেকে মিছিল করে রেপুটেশন দিতে যান।
এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন জেলা কৃষক নেতা আব্দুর রব,সিটু নেতা ধনঞ্জয় বেজ, ইন্দ্রানী মুখার্জি,নয়ন শীল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বামপন্থী গত সংগঠনের ডাকে ১৬ দফা দাবিতে বিডিও কে ডেপুটেশ।

Leave a Reply