কলকাতা কেন্দ্রিক দূর্গা পুজো পেয়েছে স্বীকৃতি, তাহলে রাজ্য জুড়ে কেনো এমন শোভাযাত্রা, প্রশ্ন জেলা কংগ্রেসের।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- যে পুজোকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো সেটা কলকাতা ভিত্তিক, আর যে জলপাইগুড়ি শহরের ১২ হাজার প্রবীণ নাগরিক এবং বহু চল্লিশ বছর বয়েসের নিচে বিধবা হয়েছে তাদের প্রাপ্য ৪০ হাজার টাকা পায় না, শহরের অধিকাংশ রাস্তা জীর্ণ,সেই শহরে এমন লোক দেখানো মিছিলের যৌতিকতা কতটা?
বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কাছে এমনই প্রশ্ন তুলে ধরলেন টাউন ব্লক কংগ্রেস সভাপতি অম্লান মুন্সী। উল্লেখ্য, কলকাতার দূর্গা পুজো নিয়ে দীর্ঘদিন গবেষণা করে একটি গবেষণা পত্র ইউনেস্কোর কাছে জমা দিয়ে ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ তপতি গুহ ঠাকুরতা। যে গবেষণা পত্রের ওপর বিবেচনা করে ইউনেস্কো কলকাতার দূর্গা পুজোকে হেরিটেজ তালিকায় স্থান দিয়েছে সম্প্রতি।
যদিও রাজ্য সরকার এই স্বীকৃতির ফল স্বরূপ গোটা রাজ্য জুড়েই ধন্যবাদ মিছিলের আয়োজন করেছে ১ লা সেপ্টেম্বর, জলপাইগুড়ি শহরের প্রশাসনের পক্ষ থেকেও একটি শোভাযাত্রা এই উপলক্ষে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
তবে এই প্রসঙ্গে জেলা কংগ্রেস দলের অন্যতম নেতৃত্ব অম্লান মুন্সী, শহরবাসির সামনে কিছু তথ্য দিয়ে এই শোভাযাত্রাকে কার্যত চমক বলে অভিহিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *