আবদুল হাই, বাঁকুড়াঃ রাতভর তাণ্ডব চালালো একটি বুনো হাতি। ক্ষতিগ্রস্ত গ্রামের একটি মুদির দোকান। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের কেঁন্দুয়াডিহি গ্রামে । স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাত্রি ১:৩০ টার সময় একটি বুনো হাতি গ্রামে ঢুকে পড়ে । সেই সময় অলোক কুমার ব্যানার্জীর মুদির দোকানে দরজা ভেঙে ভিতরে থাকা আলু মুড়ি খেয়ে সবাড় করে, এবং একাধিক জিনিসপত্র শুঁড়ে করে বাইরে টেনে নিয়ে এসে তছনছ করে। তাঁর পাশের বাড়িতেও তাণ্ডব চালায় হাতিটি। তারপর গ্রামের লোকের সহযোগিতায় হাতির অন্যত্র সরে যায়। বারংবার এই গ্রামে হাতি ঢুকে তাণ্ডব চালানোর জন্য রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা। বনদপ্তরের উদাসীনতাকে দায়ী করছে স্থানীয় মানুষজন।
গণেশ পুজোর দিনরাত ভোর গজরাজের তাণ্ডবে লণ্ডভণ্ড মুদির দোকান।

Leave a Reply