কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি রাজ্য সরকার এক ড্রেসের কথা ঘোষণা করেছে, আর এই অবস্থায় দাঁড়িয়ে পোশাক পরিবর্তনের বিরুদ্ধে পথে নামল বিবেকানন্দ বিদ্যাপীঠ। শুক্রবার কোচবিহার জেলা শাসক ও কোচবিহার বিদ্যালয় পরিদর্শক কে মিছিল করে তারা এই স্মারকলিপি প্রদান করে। এদিনের এই মিছিলে প্রাক্তন ছাত্ররা ছাড়াও বিদ্যালয় এর বর্তমান ছাত্ররাও অংশ নেয় যেদিন প্রায় ৫০০ জন ছাত্র মিছিল করে প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামে।
উল্লেখ্য, অনেক আগে থেকেই বিভিন্ন স্কুল পোশাক বদলের বিরুদ্ধে তাদের প্রতিবাদ শানিত করেছে। এই প্রেক্ষাপট থেকে দাঁড়িয়ে তাদের আবেগ ও ঐতিহ্যকে নষ্ট করবার একটি চক্রান্ত শুরু করেছে রাজ্য সরকার। বিদ্যালয়ের ছাত্ররা মনে করছে ঐতিহ্য প্রাচীন এই স্কুলের পোশাক পরিবর্তনের মাধ্যমে তাদের নিজস্ব পরিচয়কে বিলুপ্ত করা হচ্ছে।
এদিন স্কুলের এক ছাত্র জানায়, দীর্ঘ কয়েক দশক ধরে আমরা এই পোশাকে সঙ্গী করেই বড় হয়েছি। এই প্রেক্ষাপট থেকে দাঁড়িয়ে এই পোশাক পরিবর্তন কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না। তাই জেলাশাসক ও বিদ্যালয় পরিদর্শক কে আমরা এই বিষয়টি নিয়ে অবগত করতে আসলাম।
Leave a Reply