শহরের বেপরোয়া টোটো চলাচলের খেসারত দিতে হলো স্কুল পড়ুয়া থেকে অফিস যাত্রীদের, দীর্ঘক্ষণ বন্ধ রইলো রেল গেট।

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- জলপাইগুড়ি শহরে চলা টোটোর ওপর যে কারোরই নিয়ন্ত্রণ নেই শুক্রবার সকালে সেটা হাড়ে হাড়ে টের পেলো জনগন।
এদিন সকালে শহরের চার নম্বর রেল গুমটিতে নিউ জলপাইগুড়ি হলদিবাড়ি প্যাসেঞ্জার ট্রেন আসার কারণে অটোমেটিক রেল গেট বন্ধ হতে শুরু করে, তবে প্রত্যাক্ষদর্শীদের অভিযোগ ঠিক সেই সময় একটি টোটো দ্রুত গতিতে এসে রেল লাইন পার হবার চেষ্টায় রেল গেটে ধাক্কা মেরে পালিয়ে যায়,
আর এতেই বিপাকে পরেন স্কুল থেকে অফিস যাত্রী হাজার হাজার মানুষ।
কারণ এক দিকের রেল গেট টোটোর ধাক্কায় ক্ষতিগ্রস্ত হবার ফলে ট্রেন চলে গেলেও দুপাশের গেট খোলে না।
এর ফলে ওই রেল গেটে আটকে পরেন স্কুল শিক্ষিকা সহ ছাত্র ছাত্রী এবং অফিস যাত্রীরা, প্রায় এক ঘন্টা পরে রেল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত রেল গেট টিকে কোনোক্রমে ভেঙে সাধারণ মানুষ সহ যান চলাচল ব্যবস্থা চালু করতে সমর্থ হয়।
যানজটে আটকে পরা স্কুল শিক্ষিকা জানান, প্রায় এক ঘন্টার ওপর সময় নস্ট হলো এই যানজটের কারণে।
যানজটে আটকে পরা ওপর এক ব্যাক্তি জানান, টোটো টি দ্রুত গতিতে বন্ধ হতে যাওয়া রেল গেট পার হতে গিয়েই এই বিপত্তি ঘটিয়েছে এবং পালিয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *