বাঁকুড়া, আব্দুল হাই:-যেকোনো দিবসের আগেই থাকে একটা প্রস্তুতি, থাকে হৈ হুল্লোড় আনন্দ এবং দৌড়ঝাঁপ।
সারা বছর ৫ ই সেপ্টেম্বর দিনটার জন্য ছাত্র ছাত্রীরা অপেক্ষা করে থাকে ।
যদিও গত দু’বছর করোনা সংক্রমণের কারণে শিক্ষক দিবস পালিত হয়নি কিন্তু এ বছর হবে, করোনার দেশ থেকে চলে না গেলেও তার সেই মহামারী রূপ আর নেই।
ভারতবর্ষের স্বাধীনতার পর ৫ ই সেপ্টেম্বর প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনটি কে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। ঐদিন সারাদেশের শিক্ষা ক্ষেত্রগুলি জমজমাট অনুষ্ঠানের মধ্যে আনন্দমুখর হয়ে উঠবে আর সেই মতোই বাঁকুড়া জেলার সোনামুখী বি জে হাইস্কুলে ছাত্র ছাত্রীদের নৃত্য, সংগীত,যোগব্যায়াম অনুশীলন চলছে জোরকদমে আর সে রকমই দৃশ্য ধরা পরল সাংবাদিকের ক্যামেরায়।
শিক্ষক দিবসের প্রস্তুতি তুঙ্গে সোনামুখী বি জে হাইস্কুলে।

Leave a Reply