শুক্রবার গোটা রাজ্যের সঙ্গে মালদা শহরেও সরম্বরে পালিত হলো চাপড়া ষষ্ঠী পুজো।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- শুক্রবার গোটা রাজ্যের সঙ্গে মালদা শহরেও সরম্বরে পালিত হলো চাপড়া ষষ্ঠী পুজো। বিভিন্ন এলাকার মূলত বাড়ির গৃহিণীরাই পরিবারের মঙ্গল কামনায় এই পূজা করে থাকেন। নদীতে স্নান করার পাশাপাশি এই পুজো দিয়ে থাকেন । এই পুজোয় মূলত বিভিন্ন ভোগের পাশাপাশি কাঁচা হলুদ এবং দইয়েরএর প্রচোলন হয়। যা পূজোর প্রধান উপকরণ বলেই জানিয়েছেন অনেক ভক্তেরা। মালদা শহরের মালঞ্চপল্লী, কৃষ্ণপল্লী সহ একাধিক এলাকাতেই এই পুজো করতে দেখা গিয়েছে মহিলাদের।
পূজার সামিল মহিলাদের বক্তব্য, ভাদ্র মাসের পূর্ণ তিথিতে ষষ্ঠীর দিন এই চাপড়া ষষ্ঠীর পূজা করা হয়। কলা গাছের একটি ডিঙি বানিয়ে ঠাকুরের উদ্দেশ্যে নদীতে মূলত ভাসিয়ে দেওয়া হয়। সন্তানদের মঙ্গল কামনায় সারাদিন উপবাস থেকেই এবং ধর্মীয় বই বাড়িতে পড়েই পুজোর নিয়ম মানা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *