জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- সঠিক আচরণবিধি না জানার কারণে সংসদ কিম্বা বিধানসভায় অসংসদীয় আচরণ করতে দেখা যায় জনপ্রতিনিধিদের একাংশকে। কিশোর বয়স থেকেই সংসদীয় অধিবেশন বিষয়ে সম্যক ধারণা লাভ করলে ভবিষ্যতে জনপ্রতিনিধি হলে সংসদের ভিত্তি মজবুত হবে। শুক্রবার ব্লক ও পুরসভাভিত্তিক যুব সংসদ প্রতিযোগিতায় এসে এমনটাই জানালেন জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান লৈক্ষ্যমোহন রায়। শুক্রবার সকালে জলপাইগুড়ি সদর পূর্ব সার্কেলের ব্যবস্থাপনায় শহরের রাষ্ট্রীয় উচ্চ বালিকা বিদ্যালয়ে আয়োজিত হল ব্লকভিত্তিক যুব সংসদ ও প্রশ্নোত্তর প্রতিযোগিতা। জলপাইগুড়ি জেলা স্কুল, ফণীন্দ্র দেব ইন্সটিটিউট, কদমতলা গার্লস, রাষ্ট্রীয় উচ্চ বালিকা বিদ্যালয় সহ ৮ টি স্কুলের পড়ুয়ারা এই প্রতিযোগিতায় অংশ নেন। এই অনুষ্ঠানেই বিশেষ অতিথি হিসাবে হাজির ছিলেন লৈক্ষ্যমোহন রায় ও পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল। এদিন যুব সংসদ প্রতিযোগিতার পাশাপাশি কুইজ,তাৎক্ষণিক বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। পুরো কর্মসূচীতে তদারকি করতে দেখা যায় অবর বিদ্যালয় পরিদর্শক মিঠুন দাসকে।এদিন প্রথমে অতিথিদের বরণ করে নেওয়া হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মূল প্রতিযোগিতার সূচনা হয়। সংসদ চেয়ারম্যান বলেন, সংসদীয় অধিবেশন সম্পর্কে ছোট থেকে একটা স্বচ্ছ ধারণা গড়ে ওঠা প্রয়োজন। ভবিষ্যতে কেউ বিধায়ক বা সাংসদ হলে অসংসদীয় আচরণ করবেননা। অপরদিকে পুরসভার চেয়ারপার্সন বলেন, এধরণের প্রতিযোগিতার আলাদা গুরুত্ব রয়েছে।ব্লকস্তরের বিজয়ীরা জেলাস্তরে ও জেলাস্তরের বিজয়ীরা রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে। এদিনের কর্মসূচীতে হাজির ছিলেন অধ্যাপক বিকাশ বর্মণ, শিক্ষক সহদেব দাস, অবসরপ্রাপ্ত শিক্ষক সবিন্দ্র নাথ রায়,রাষ্ট্রীয় উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিবেদিতা সাহা প্রমুখ রা উপস্থিত ছিলেন।
সঠিক আচরণবিধি না জানার কারণে সংসদ কিম্বা বিধানসভায় অসংসদীয় আচরণ করতে দেখা যায় জনপ্রতিনিধিদের একাংশকে : লৈক্ষ্যমোহন রায়।

Leave a Reply