খড়গপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে ১০ থেকে ১৫ টি স্বনির্ভর মহিলা গোষ্ঠীর ১০ থেকে ১৫ লাখ টাকা আত্মসাৎয়ের অভিযোগ উঠল গোষ্ঠীর এক মহিলা কর্মীর বিরুদ্ধে।

0
190

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ভবানীপুর এলাকা থেকে মাঠপাড়া পর্যন্ত প্রায় ৬৬ টি স্বনির্ভর মহিলা গোষ্ঠী রয়েছে এই ৬৬ টি মহিলা গোষ্ঠীর মধ্যে ১০ থেকে ১৫ টি মহিলা গোষ্ঠীর টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠল মহিলা গোষ্ঠীরই এক কর্মী সবিতা সমাদ্দারের বিরুদ্ধে শনিবার ওই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সবিতা সমাদ্দারের বাড়িতে গিয়ে তার বাড়ির সামনে বিক্ষোভ দেখায় অন্যান্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, তাদের অভিযোগ বিগত কয়েক বছর ধরে তাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে লোন নেওয়ার টাকা মাসে মাসে নিয়ে ব্যাংকে জমা না দিয়ে ব্যাংকের স্ট্যাম্প জ্বাল করে ব্যাংকের রশিদ তাদের হাতে ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ, কয়েকদিন আগে তারা জানতে পারে যে তারা যে ব্যাংকে টাকা শোধ করে জন্য টাকা দিয়েছে সবিতা সমাদ্দারকে সেই টাকা আদেও ব্যাংকে জমা করে নি। এমনকি তাদের নামে আসা লোনের টাকা সবিতা সমাদ্দার সই জাল করে তুলে দিয়েছেন, ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা খড়গপুর পৌরসভার পৌরপ্রধান প্রদীপ সরকার এবং স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলা বৈশাখী বসাকের উপস্থিতিতে গত ৩১ তারিখ ওই মহিলাকে তারা ধরতে পারে এবং ধরে এনে বিচার করা হয় এবং সেই বিচারে প্রদীপ সরকারের উপস্থিতিতে বৈশাখী বসাক মহিলাদের বলেন যে এক তারিখ এই সবিতা সমাদ্দার তাদের টাকা আস্তে আস্তে করে শোধ করা শুরু করবে। কিন্তু দেখা যায় ১ তারিখ থেকেই এই সবিতা সমাদ্দার তার বাড়িতে নেই। এবং এখন অব্দি সে পালাতক স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের একটাই দাবি যে তাদের এই টাকা দ্রুত ব্যাংকের শোধ করে দিতে হবে বা তাদের ফেরত দিতে হবে না হলে ব্যাংকে নেওয়ার লোন তারা শোধ করবেন,কিভাবে যে টাকা তারা বিগত কয়েক বছর ধরে সবিতা সমাদ্দারের হাত দিয়ে ব্যাংকে পাঠিয়েছেন। এবং সবিতা সমাদ্দার ব্যাংকের স্ট্যাম্প জ্বাল করে তাদেরকে ভুয়া রশিদ দিয়েছে বলে অভিযোগ করছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here