মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- ডেঙ্গুর পার্দুভাব দেখা দিয়েছে ভগবানগোলায়। ইতিমধ্যেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভগবানগোলার কানাপুকুর হাসপাতালে ভর্তি রয়েছেন ২০ জনের উপরে । স্বাস্থ্য দপ্তর সুত্রে খবর ভগবানগোলার মহিশাসস্থলি গ্রামকে ডেঙ্গুর রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই গত কয়েক দিনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু হয়েছে সেখানে। কানাপুকুর হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও বাড়ছে। এই সমস্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখতে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এলেন বিধায়ক ইদ্রিস আলী, বিডিও পুলক কান্তি মজুমদার সহ প্রশাসনিক আধিকারিকেরা।
ডেঙ্গুকে কিভাবে নিয়ন্ত্রনে আনা যায় এবং হাসপাতালে যাতে সঠিক পরিষেবা পায় সে বিষয়েই এদিন তাঁরা হাসপাতাল পরিদর্শন করেন। এর পাশাপাশি পাটামারি গ্রামও পরিদর্শন করেন তাঁরা। এই গ্রামেই সব থেকে বেশি ডেঙ্গু আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সুত্রে খবর।
কিভাবে এই মশাবাহিত রোগ থেকে মুক্তি পাওয়া যায় তা নিয়ে গ্রামের মানুষকে সচেতন করেন জনপ্রতিনিধি থেকে প্রশাসনিক আধিকারিকেরা।
Leave a Reply