পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের কড়ক শচীন্দ্র স্মৃতি হাই স্কুলের প্রধান শিক্ষকে চুরির অপবাদ দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভের শামিল হয়েছিল বিদ্যালয়েরই ছাত্রছাত্রীরা, কার্যত উত্তেজনা সৃষ্টি হয়েছিল এলাকা জুড়ে, এই বিক্ষোপের জেরে স্কুল ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয় বাইকে, এই ঘটনায় তদন্তে নেমে শুক্রবার সাতজনকে গ্রেফতার করলেও নন্দকুমার থানার পুলিশ, অভিযুক্তদের শনিবার তমলুক জেলা আদালতে নিয়ে যাওয়ার আগে খেজুরবেড়িয়া গ্রামীণ হাসপাতালে মেডিকেল টেস্ট করানো হয়, জানা গিয়েছে এই কাণ্ডে আরো কেউ জড়িত রয়েছে কিনা তদন্ত করার জন্য পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে পুলিশের পক্ষ থেকে, এমনটাই জানা গিয়েছে বিশেষ সূত্রে।
নন্দকুমারে স্কুল ভালো চুল এবং বাইকে আগুন লাগার ঘটনায় সাতজনকে গ্রেফতার করল নন্দকুমার থানার পুলিশ।

Leave a Reply