জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- এলাকার মানুষের সহযোগিতা নিয়ে প্রতিবারের মতন ই এইবার ও সামাজিক কাজের সাথে সাথেও নেতাজী মর্ডান ক্লাবের রক্ত দান শিবির অনুষ্ঠিত হলো শনিবার ক্লাবে।সদর হসপিটালের চিকিৎসকরা শিবির টি পরিচালনা করেন।সংগৃহীত রক্তব্লেড ব্যাংকে পাঠানো হয়েছে বলে জানা গেছে।এই ধরনের কাজ প্রতিবার চলবে বলে ক্লাবের সদস্য রা জানিয়েছেন
নেতাজী মর্ডান ক্লাবের উদ্যগে রক্ত দান শিবির।












Leave a Reply