আইন শৃঙ্খলা সামলানোর পাশাপাশি এবার স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ভূমিকায় কোচবিহার জেলা পুলিশ, খুশি বাসিন্দারা।

0
247

মনিরুল হক, কোচবিহার: আইন শৃঙ্খলা সামলানোর পাশাপাশি এবার গ্রামীন মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগী হল কোচবিহার জেলা পুলিশ। আজ কোচবিহার জেলার পুলিশর উদ্যোগে নিশিগঞ্জ পুলিশ ফাঁড়িতে একটি স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। ওই শিবিরের উদ্বোধন করেন মাথাভাঙার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা, মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল, মাথাভাঙ্গা থানার আইসি ভাস্কর প্রধান, ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক মনিকা কারিয়ান ভার্মা, নিশিগঞ্জ পুলিশ ফাঁড়ির ওসি অজয় রায় প্রমূখ।

এদিন ওই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ক্যান্সার রোগ বিশেষজ্ঞ, শিশু রোগ বিশেষজ্ঞ, চক্ষু রোগ বিশেষজ্ঞ এবং জেনারেল ফিজিশিয়ান রোগী দেখেছেন। সেখানে নিশিগঞ্জ বন্দর তো বটেই আশেপাশের গ্রাম থেকেও প্রচুর মানুষ উপস্থিত হয়েছিলেন। স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি এদিন বাসিন্দাদের হাতে বিভিন্ন রকমের চাড়া গাছও তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে। পুলিশকে এতদিন শুধুমাত্র আইন শৃঙ্খলা সামলাতেই দেখেছে গ্রামের মানুষ, এবার একটু ভিন্ন চরিত্রে পেয়ে খুশি বাসিন্দারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here