জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- প্রয়াত সদস্যর স্মরণে রক্ত দান শিবির একটি সেচ্ছাসেবী সংগঠনের। রবিবার প্রকাশ ফাউন্ডেশনের প্রয়াত সদস্য চিন্ময় রায়ের সরনে একটি রক্ত দান শিবিরের আয়োজন করা হয়েছিল।ব্লাড ব্যাংকের চিকিৎসকরা শিবির টি পরিচালনা করেন। শিবির টিতে সংগৃহীত রক্ত মানুষের জীবন বাঁচাতে হসপিটালে পাঠানো হয়েছিল এইদিন।
প্রয়াত সদস্যর স্মরণে রক্ত দান শিবির একটি সেচ্ছাসেবী সংগঠনের।

Leave a Reply