সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং :- গ্রামের রাস্তা খারাপ। আর সেই রাস্তা সারাইয়ের দাবীতে সড়কপথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা।আর এমন ঘটনার জেরে দীর্ঘ প্রায় একঘন্টা যান চলাচল স্তব্ধ হয়ে যায় ক্যানিং গোলাবাড়ি সড়কপথে।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ক্যানিং থানার অন্তর্গত ইটখোলা গ্রাম পঞ্চায়েতের সুখসাগর স্কুল মাঠ সংলগ্ন এলাকায়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজীর হয় ক্যানিং থানার অন্তর্গত গোলাবাড়ি পুলিশ ফাঁড়ির পুলিশ। দীর্ঘ কয়েকঘন্টা পথ অবরোধ চলায় যানজটের সৃষ্টি হয়। পুলিশের তরফ থেকে গ্রামবাসীদের আশ্বস্থ করা হলে অবরোধ ওঠে। শুরু হয় স্বাভাবিক ভাবে যানচলাচল।
গ্রামবাসীদের দাবী মেন রোড থেকে সুখসাগর স্কুল সংলগ্ন মসজিদ পর্যন্ত ৩৪০০ ফুট রাস্তা। রাস্তাটি ২৮০০ ফুট কংক্রীট ঢালাইয়ের রাস্তা তৈরী হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ ৬০০ ফুট রাস্তা কংক্রিটের ঢালাই না করে সমস্ত টাকা খেয়ে নিয়েছে পঞ্চায়েত।এবিষয়ে ইটখোলা পঞ্চায়েতে একাধিকবার জানানো হলেও কোন সুরাহা মেলেনি।যার জেরে সড়কপথ অবরোধ করে বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছি আমরা।গ্রামবাসীদের আরো দাবী আগামী একমাসের মধ্যে রাস্তার কাজ করতে হবে। না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য থাকবো।
অন্যদিকে গ্রামবাসীদের পথ অবরোধ সংক্রান্ত বিষয় জানার জন্য স্থানীয় ইটখোলা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান খতিব সরদার কে ফোনে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন ‘কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না।যার ফলে রাস্তার কাজ বন্ধ হয়ে রয়েছে।’
গ্রামের রাস্তা সারাইয়ের দাবীতে সড়কপথ অবরোধ।

Leave a Reply