নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- মাটিতে পোঁতা বালতি দেখে বোমাতঙ্কের আতঙ্ক ছড়িয়েছিল বাসিন্দাদের।পুলিশকেও খবর দেওয়া হয়েছিল।ঘটনাস্থলে জায়গাটিকে ঘিরে ফেলে পুলিশ।অন্ধাকার নামতেই বোম্ব স্কোয়াডকে ডাকা হয়নি।মালদহের মালতীপুর বিধানসভার শ্রীপুর-২ গ্রাম পঞ্চায়েতের কুমারগঞ্জ গনিপাড়ার ঘটনা।মঙ্গলবার সকাল মালদা থেকে বোম্ব স্কোয়াডি টিম পৌঁছায় ঘটনাস্থলে।বালতি মাটি থেকে তুলতেই তাদের চোখে তাজা বোমা নজরে আসে।দমকলের ইঞ্জিন ও চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মন্ডল সহ পুখুরিয়া থানা পুলিশের উপস্থিতিতে জনশূণ্যে বোমাগুলি নিস্ক্রিয় করে বম্ব স্কোয়াড টিম।পুলিশ সূত্রে জানা গেছে,৩০ টি তাজা বোমা নিস্ক্রিয় করা হয়েছে।এবং কে বা কারা বোমা মজুত রেখেছিল।ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আর এই ঘটনায় রাজনৈতিক ইন্ধন রয়েছে বলে দাবি করলেন এলাকার এলাকার শাসকদলের প্রধান শেরিনা বিবি।তিনি জানান,পঞ্চায়েত নির্বাচনের আগে আমার নাম বদনাম করার জন্য বিরোধীরা চক্রান্ত চালাচ্ছে।প্রধান পদ পাওয়ার পর থেকেই এইরকম অপরাধমূলক কাজ করে চলেছে বিরোধীরা।তবে পুলিশ প্রকৃত দোষীকে অবশ্য খুঁজে বের করবে বলে আস্থা রয়েছে।
মাটিতে পোঁতা বালতি দেখে বোমাতঙ্কের আতঙ্ক ছড়াল।












Leave a Reply