খাবারের সঙ্গে মাদক মিশিয়ে টোটো চালকের কাছ থেকে টোটো ও মোবাইল নিয়ে চম্পট দিল এক ব্যক্তি।

0
169

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-খাবারের সঙ্গে মাদক মিশিয়ে টোটো চালকের কাছ থেকে টোটো ও মোবাইল নিয়ে চম্পট দিল এক ব্যক্তি। গুরুতর অসুস্থ টোটো চালক চিকিৎসাধীন গাজল গ্রামীণ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে গাজোল থানার গাজোল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মাতইল এলাকায়। হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যাচ্ছে গুরুতর অসুস্থ ঐ টোটো চালকের নাম গৌড়চন্দ্র রবিদাস ২১। গাজোল ব্লকের বহিরগাছি ১ গ্রাম পঞ্চায়েতের একলাখী এলাকার বাসিন্দা। গুরুতর অসুস্থ টোটো চালক জানান মালদা থেকে এক ব্যক্তি গাজোলে এসে তাকে বারংবার ফোন করছিল ভাড়ার জন্য। মাতইল গ্রাম থেকে কুমড়ো কেনার কথা ছিল তার। ভাড়ার কথা হয়েছিল ৫০০ টাকা। তাতেই রাজি হয়ে যায় ওই টোটো চালক। ওই ব্যক্তিকে নিয়ে মাতইল এলাকায় প্রবেশ করতেই দোকান থেকে খাবার সামগ্রী কেনেন ওই ব্যক্তি। দুজন মিলে সেই খাবার খান। হঠাৎ অসুস্থ বোধ করলে ওই টোটো চালককে স্থানীয় পুকুরের ধারে একটি বাগানে নিয়ে গিয়ে শুতে বলেন ওই ব্যক্তি। এরপরেই জ্ঞান হারান ঐ টোটো চালক। এদিকে এই অবস্থা সুযোগ নিয়ে তার পকেটে থাকা মোবাইল ফোন এবং ৫ মাসের পুরনো নতুন টোটো নিয়ে চম্পট দেয় ওই ব্যক্তি। তার পরিবারের পক্ষ থেকে ওই যুবকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে বারবার সুইচ অফ বলায় গাজোল থানার উদ্দেশ্যে রওনা দেন তার পরিবার। পথেই শুনতে পান মাতইল এলাকায় অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে এক যুবক। তড়িঘড়ি তারা গিয়ে সনাক্ত করেন তাদের ছেলেকে। নিয়ে আসা হয় গাজোল গ্রামীণ হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন গুরুতর অসুস্থ ওই যুবক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here