ঝাড়গ্রামে ফের হাতির হামলায় একজনের মৃত্যু এলাকাজুড়ে আতঙ্ক।

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- বুধবার সকালে হাতির হামলায় মৃত্যুর ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের বাঁধগোড়া গ্রাম পঞ্চায়েতের কিসমত জামবেদা গ্রামে। মৃত ব্যক্তির নাম পরিমল পাল, তার বয়স ৪৬ বছর ,তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ভাঙাবাঁধ গ্রামে হলেও তিনি ঝাড়গ্রাম ব্লকের বাঁধগোড়া অঞ্চলের কিসমত জামবেদা গ্রামে শ্বশুরবাড়িতে ঘরজামাই থাকতেন। স্ত্রী ও দুই সন্তান কে নিয়ে শ্বশুর বাড়িতে তিনি থেকে শ্রমিক এর কাজ করতেন। বুধবার সকালে বাড়ির পাশে তিনি স্থানীয় জঙ্গলে ডালি কাটতে গিয়েছিল ।সেই সময় তিনি হাতির সামনে পড়ে যান। তাকে হাতি পা দিয়ে পিষে দেয়। ঘটনাস্থলে তিনি মারা যান ।যার ফলে এলাকাজুড়ে ব্যাপক হাতির হামলার আশঙ্কা ছড়িয়ে পড়ে । ওই ঘটনার ফলে তার পরিবারে ও ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দপ্তরের কর্মীরা ও ঝাড়গ্রাম থানার পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায় । বনদপ্তরের পক্ষ থেকে মৃতের পরিবারকে সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। উল্লেখ করা যায় যে ১৪ দিনের মাথায় ঝাড়গ্রামে হাতির হামলায় সাতজনের মৃত্যুর ঘটনা ঘটলো এবং আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আটজন । মৃত সাত জনের মধ্যে পাঁচ জন ঝাড়গ্রাম ব্লকের বাসিন্দা। হাতির হামলার ঘস্তানায় আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যেভাবে হাতির হামলায় মৃত্যুর মিছিল অব্যাহত রয়েছে তাতে ঝাড়গ্রাম জুড়ে হাতির হামলার আতঙ্ক ক্রমশ বেড়েই চলছে। প্রাণ হানির ঘটনার পাশাপাশি ঘরবাড়ি ও ফসলের ক্ষতি করছে হাতির দল। তাই ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির হামলার ঘটনা অব্যাহত থাকায় ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি হাতির হামলার আশঙ্কায় যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *