নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বুধবার বিকেলে ধানতলার দত্তপুলিয়ায় প্রতিবাদী জনসভা ডাক দেয় রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল। রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সিবিআই ও এদিকে কাজে লাগাচ্ছে নরেন্দ্র মোদি সরকার। তারই বিরুদ্ধে এদিন মূলত প্রতিবাদ সভার ডাক দেয় তৃণমূল। সভায় জেলা স্তরের নেতৃত্বদের পাশাপাশি দলের বিভিন্ন ব্লক সভাপতি, শহর তৃণমূলের সভাপতিরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে রানাঘাট উত্তর পূর্বের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা সমীরকুমার পোদ্দার বলেন, উন্নয়নকে সামনে রেখে আগামী দিনে আমরা পঞ্চায়েত নির্বাচন লড়তে চলেছি। এ দিনের প্রতিবাদ মঞ্চে হাজির ছিলেন রাজ্য তৃনমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ।
ধানতলার দত্তপুলিয়ায় প্রতিবাদী জনসভা ডাক দেয় রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল।












Leave a Reply