বাটখারা পুনর্নবীকরণকে কেন্দ্র করে চরম উত্তেজনা কোতুলপুরে।

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার কোতুলপুরে বাটখারা পুনর্নবীকরণ করাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ঘটলো জানা যায় যে যে সকল ব্যক্তিরা বাটখারা পুনর্নবীকরণ করতে এসেছিলেন তাদের কাছ থেকে অতিরিক্ত পয়সা নেওয়া হচ্ছে বলে অভিযোগ পুনর্নবীকরণ করতে আসা ব্যক্তিদের । তারা বলেন সরকারি নির্ধারিত ২০০ টাকা মূল্যের রশিদ দেওয়া হলেও তার বাইরে বাটখারা সার্ভিসিং এর নাম করে অতিরিক্ত তিনশ টাকার মতো নেওয়া হচ্ছে। তা নিয়ে উত্তেজনা চরমে পৌঁছায় ঘটনাস্থলে এসে পৌঁছায় কোতুলপুর থানার পুলিশ। কোতুলপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুনঃ নবীকরণ কারীদের দাবি আড়াই থেকে তিনশো টাকা যে বাটখারা সার্ভিস চার্জ নেওয়া হচ্ছে তারা কোন সার্ভিসিং করছেন না। তাছাড়া সরকারিভাবে কোন সার্ভিসিং এর কথা বলা হয়নি সরকারি ভাবে কোন ২০০ টাকা ছাড়া অতিরিক্ত টাকার কোন সরকারি রশিদ দেওয়া হচ্ছে না ।বেশ কিছু ব্যাক্তি রা বাট খাড়া নিয়ে বাড়ি চলে যান । উত্তেজনা চরণে পৌঁছালে সরকারি আধিকারিক স্টার্লজ এর উপরে উঠে বসে থাকেন। এই সমস্যা সমাধান কি হয় সেদিকেই তাকিয়ে আছে বাটখারা পুনর নবীকরণ করতে আসা ব্যক্তিরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *