নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রিলায়েন্স ফাউন্ডেশন এর উদ্যোগে ও নদীয়া কৃষিবিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় নদীয়া জেলার বৈইকারা গ্রামে একটি প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছিল যেই প্রশিক্ষণ শিবিরের মূল আলোচনা বিষয় ছিল ধানের বিভিন্ন রকম রোগ ও সেই রোগের জন্য কিভাবে প্রতিকার পাওয়া যায় সেই বিষয় নিয়ে আলোচনা করেন নদীয়া কৃষিবিজ্ঞান কেন্দ্রের ডঃ কৌশিক মুখোপাধ্যায় ও ডঃ মালবিকা দেবনাথ মহাশয় এই ট্রেনিং শিবিরে চাষীরা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে তাদেরকে ধান চাষ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এবং নতুন ধান চাষ করার পদ্ধতি নিয়ে আলোচনা করেন ডক্টর বাবুরা। এই ট্রেনিং শিবিরে চাষীরা খুবই উপকৃত হন এবং তাহারা জানান এই ধরনের প্রোগ্রাম গ্রামে কখনো করানো হয়নি, সেই জন্য তারা এই প্রোগ্রামে খুবই খুশি।
রিলায়েন্স ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান এই ধরনের প্রোগ্রাম করানোর জন্য।












Leave a Reply