কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: অঙ্গনাওয়ারী সেন্টার পরিদর্শনে গিয়ে পুলিশের হাতে আটক ভুয়ো আই সি ডি এস আধিকারিক। ঘটনাটি ঘটেছে সাহেবগঞ্জ থানার অন্তর্গত বুড়ির হাট এলাকায়।
জানা গিয়েছে,বেশ কিছুদিন থেকে এক অচেনা এক ব্যাক্তি মালবাহী পিকাপ লরিতে করে বুড়ির হাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েত বিভিন্ন আই.সি.ডি.এস কেন্দ্র গুলিতে নিজেকে আধিকারিক পরিচয় দিয়ে ঠিক সময় কর্মীদের আই.সি.ডি.এস কেন্দ্রে আসার কথা বলেন,আর যদি সঠিক সময় না আসেন তাহলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।আবার ওই আধিকারিক কেন্দ্রে এলে স্থানীয়রা তার কথায় অসঙ্গতি বুঝে তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে নাজিরহাট পুলিশ ফাঁড়ির গিয়ে ওই ভুয়ো আধিকারিককে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Leave a Reply