ইডি,সিবিআই ধড়া নয় জাত গোখরো, এদের হাত থেকে কারো নিস্তার নেই- বাঁকুড়ার খাতড়ায় এসে মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- আজ বিকেলে খাতড়ার বিজয় দাস মোড়ে রাজ্যের যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার প্রতিবাদে এবং সকল চোরেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চোর ধরতে আওয়াজ তোলো ১৩ই সেপ্টেম্বর “নবান্ন চলো”এর প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয় বিজেপির তরফ থেকে। বিজেপির এই সভায় সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ,বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী,সুভাষ সরকার সহ একাধিক জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন।এদিন খাতড়ার এটিএম মোড় থেকে বিজেপি কর্মী সমর্থকরা জমায়েত হয়ে সারা খাতড়া শহর পরিক্রমা করার কথা ছিল,কিন্তু পুলিশি বাধার মুখে সেই পরিক্রমা থেকে পিছু হটে বিজেপি কর্মীরা।তারপর সভাস্থলে ফিরে গিয়ে জনসভাতে অংশ নেয় তারা।সেখানে খোলা মঞ্চে বক্তৃতা রাখতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বর্তমান রাজ্য সরকারকে এক হস্তে নেন তিনি বলেন ইডি সিবিআই ধড়া নয় জাত গোখরো এদের হাত থেকে কেউ পার পাবে না। এদিন তিনি এও জানান পশ্চিমবাংলার চারিদিকে পুলিশ বিজেপি কার্যকর্তাদের ধরে কেস দিচ্ছে অপরদিকে তৃণমূল নেতাদের কেস্ সামলাচ্ছে। তিনি কটাক্ষের সুরে মুখ্যমন্ত্রী কে বলেন তিনি মালা নিয়ে বসে আছেন তার ভাইয়েরা বাইরে আসবে বলে কিন্তু চাপ নেই সে শুকিয়ে যাবে। এদিন তিনি পুলিশকে কার্যত হুঁশিয়ারি সুরে বলেন যদি আমাদেরকে কার্যক্রমে বাধা দেন আমরা ছেড়ে কথা বলবো না। পরে দিলীপ বাবু সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান বাইরের রাজ্য থেকে পুলিশ দুষ্কৃতীদের গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ চুপচাপ দেখছে,মহিলারা অত্যাচারিত হচ্ছে এটা বেশিদিন আর চলবে না বলেই জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *