জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- খুদে বয়স থেকেই বড় সাফল্য আনল আন্তর্জাতিক পর্যায়ে জলপাইগুড়ির ছাত্রের। সাফল্যর জন্য অভিনন্দন জানিয়েছেন জেলা দাবা সংস্থা। ই়ংরেজী মাধ্যম বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র অঙ্কিত আন্তর্জাতিক ওপেন ফিডে রেটেড দাবা খেলা তে অঙ্কিত দাস আন্তর্জাতিক রেটিং অঞ্জন করেছে।এই ধরনের রেটিং লাভ করা অনেক টাই অসম্ভব । তবু সাফল্য এনে আগামী তে আরও ভালো করার চেষ্টা করছে অঙ্কিত।
খুদে বয়স থেকেই বড় সাফল্য আনল আন্তর্জাতিক পর্যায়ে জলপাইগুড়ির ছাত্রের।

Leave a Reply