নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- ঝুমুর জগৎ এ নক্ষত্র পতন। ঝুমুর দরবারী নামে খ্যাত অজিত মাহাতো মাত্র চল্লিশ বছর বয়সে শুক্রবার শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন গোপীবল্লভপুরের বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো। তিনিশনিবার ঝাড়গ্রাম ব্লকের গোলবাঁধি গ্রামে তার বাড়ি তে গিয়ে তার পরিবারের সাথে দেখা করেন। সেই সঙ্গে প্রয়াত ঝুমুর শিল্পী অজিত মাহাতোর ছবিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান ।তাঁর সাথে অজিতের পারিবারিক সম্পর্কে র কথা বলেন তিনি। রাজ্য সরকার অজিত বাবু কে হোমগার্ডের চাকরি দিয়ে ছিল বলে তিনি জানান। তার মেয়ের ভরতির বিষয়েও ব্যাবস্থা নেওয়া হয়। আগামী দিনেও তার পরিবারের পাশে থাকার কথা বলেন তিনি।
অজিত মাহাতো র গান শুধু জঙ্গল মহলেই সীমাবদ্ধ ছিলো না। সারা বাংলা তথা ঝাড়খন্ড, ওড়িশা তে ও সমান জনপ্রিয় ছিলেন শিল্পী। সাংবাদিক মহলেও যথেষ্ট সুসম্পর্ক ছিলো তার। প্রতি বছর নিয়ম করে পুজোর গান রচনা করতেন তিনি। এবং তা প্রথম আত্মপ্রকাশ হতো সংবাদ মাধ্যমে । তবে এবার পুজোর ঠিক আগে তার চলে যাওয়ায় আর কোনোদিন পুজোর ঝুমুরগান প্রকাশ পাবেনা অজিতের গলায়। তাই অজিত মাহাতোর অকাল প্রয়ানে ঝুমুর শিল্পের অপুরনীয় ক্ষতি হলো বলে বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো জানান।
ঝাড়গ্রামের প্রয়াত ঝুমুর শিল্পীর বাড়িতে গিয়ে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো।

Leave a Reply