পুজো কার্নিভাল নিয়ে বর্ধমান টাউন হল একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- এই প্রথম বর্ধমান শহরে ৭ই অক্টোবর বড়সড়ো দুর্গা পূজা কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে ৪০ টা দুর্গা পুজো কমিটি আপাতত অংশগ্রহণ করেছেন।
এই পুজো কার্নিভাল নিয়ে তাদেরকে বর্ধমান টাউন হল একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ও বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে।
দুর্গাপূজো কার্নিভালে একগুচ্ছ নির্দেশিকা এখানে ঘোষণা করা হলো DJ বাজিয়ে কার্নিভালে অংশগ্রহণ করা যাবে না,
মদ্যপান অবস্থায় কার্নিভাল অংশগ্রহণ নেওয়া যাবে না,
৩টে বড় গাড়ি, ৪টে ছোট গাড়ি, টোটাল ৭টা গাড়ি কার্নিভাল অংশগ্রহণ নিতে পারবে। যদি কেউ প্রশাসনের নিয়মকে ভঙ্গ করে পরবর্তী সময় তারা দুর্গাপুজোর পারমিশন কোন দিনই পাওয়া যাবে না। এই নির্দেশিকাদিলেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন।
এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলাশাসক প্রিয়াংকা সিংলা, পূর্ব বর্ধমান জেলা পুলিশসুপার কামনাশীষ সেন, বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী সহ সমস্ত পুলিশ আধিকারিক ও পূজো কমিটির কর্মকর্তারা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *