বিজেপির পাশাপাশি বামপন্থীদের ব‍্যানারেও দেখা যাচ্ছে ‘চোর ধরো জেল ভরো’ শ্লোগান।

0
244

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বিজেপির পাশাপাশি বামপন্থীদের ব‍্যানারেও দেখা যাচ্ছে ‘চোর ধরো জেল ভরো’ শ্লোগান। গ্রাম বাংলায় লুটের রাজনীতি চলছে। তাই
‘চোর ধরো জেল ভরো’ শ্লোগানের পাশাপাশি
দুর্নীতি মুক্ত বাংলা গড়ার ডাক দিল ডিওয়াই‌এফ‌আই।

শনিবার থেকে জলপাইগুড়ি‌তে শুরু হয়েছে ডিওয়াই‌এফ‌আই‌য়ের ২২ তম জলপাইগুড়ি জেলা সম্মেলন। জলপাইগুড়ি সদর ব্লকের তোরলপাড়া‌য় আয়োজিত এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে রয়েছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমঘ্নরাজ ভট্টাচার্য। রয়েছেন রাজ‍্য সাধারণ সম্পাদিকা মিনাক্ষী মুখার্জি সহ অন‍্যান‍্য নেতা‌রা। শনিবার প্রকাশ‍্য সভায় বক্তব্য রাখেন তারা। বলেন, গ্রাম বাংলায় লুটের রাজনীতি চলছে। তাই ‘চোর ধরো জেল ভরো’ শ্লোগানের পাশাপাশি দুর্নীতি মুক্ত বাংলা গড়ার ডাক দেওয়া হয় ডিওয়াইএফআই পক্ষ থেকে। চাকরির ক্ষেত্রে দুর্নীতি মুক্ত নিয়োগের দাবিও তোলেন তারা। ডিওয়াই‌এফ‌আই‌য়ের এই লড়াই
আন্দোলনে সকলকে সামিল হাওয়ার আহ্বান জানানো হয় তোরলপাড়ায় আয়োজিত প্রকাশ্য সমাবেশে। মাঠে ঘাসের উপর বসেই নেতা নেত্রীদের বক্তব্য শুনতে দেখা গেল সভায় যোগদান করা কর্মীদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here