নিজস্ব সংবাদদাতা, মালদা- ইংরেজবাজার পুরসভা নিয়ন্ত্রিত দোকান ব্যবসায়ীদের ৬ মাসের ঘরভাড়া মকুব করা হয়েছে। এই খবরে খুশি মাঝারি, ক্ষুদ্র ব্যবসায়ীরা। আগামী অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত মকুব করা হয়েছে। করোনা পরিস্থিতিতে ব্যবসায়ীদের অবস্থা তলানিতে এসে ঠেকেছে। এখনও সেই অর্থে ব্যবসার হাল ফেরে নি। কিছুদিন আরও সময় লাগবে স্বাভাবিক হতে। ব্যবসায়ীদের ভাড়া মকুবের আবেদনে সাড়া দিয়েছে ইংরেজবাজার পুরসভা। চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরি বলেন, ‘জেলা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সঙ্গে বসে এই সিদ্ধান্ত হয়েছে। তাদের সিন্ধান্তকে মান্যতা দিয়ে আগামী ৬ মাস ঘর ভাড়া মকুব করা হয়েছে।’
ইংরেজবাজার পুরসভা নিয়ন্ত্রিত দোকান ব্যবসায়ীদের ৬ মাসের ঘরভাড়া মকুব করার খবরে খুশি মাঝারি, ক্ষুদ্র ব্যবসায়ীরা।












Leave a Reply