আবদুল হাই, বাঁকুড়াঃ – বাঁকুড়া জেলার সোনামুখী শহরের সোনামুখী বি জে হাইস্কুলে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সোনামুখী আঞ্চলিক শাখার দশম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল। পতাকা উত্তোলন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পতাকা উত্তোলন করেন বাঁকুড়া জেলা সম্পাদক অস্মিতা দাশগুপ্ত। এই সম্মেলনে ১৫ জন প্রতিনিধি প্রতিবেদনের উপর আলোচনা করেন। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন বিদায়ী সম্পাদক অতনু বন্দ্যোপাধ্যায়। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি বাঁকুড়া জেলা শাখার সম্পাদক অস্মিতা দাশগুপ্ত, সভাপতি অতনু বন্দ্যোপাধ্যায়,পরেশ মন্ডল, মানোয়ার খাঁ, মনোরঞ্জন চোংরে প্রমুখ।
নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সোনামুখী আঞ্চলিক কমিটির দশম ত্রিবার্ষিক সম্মেলন।

Leave a Reply